৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার জনপ্রিয় শিক্ষক সহযোগি অধ্যাপক মমতাজ আলীর ১০ম মৃত্যুবার্ষিকী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৮, ২০২৫
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : User comments

তুমি চলে যাওয়ার দশ বছর হয়ে গেল কিন্তু আজও মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছো। সময় বয়ে যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু তোমার অনুপস্থিতি আমাদের হৃদয়ে এক শূন্যতা হয়ে থেকে যায়। তুমি শুধু একজন মানুষ নও, তুমি ছিলে আমাদের পরিবারের শক্তির স্তম্ভ, আমাদের প্রেরণা, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের আলোকবর্তিকা।

তোমার সততা, নৈতিকতা, নিষ্ঠা ও আদর্শ আজও আমাদের চলার পথে দিশা দেখায়। আজও আমাদের চারপাশের মানুষ তোমার কথা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। এই দীর্ঘ সময়ে আমাদের পাশে থেকে যারা সান্ত্বনা দিয়েছেন, ভালোবাসা ও সমর্থন করেছেন, আমরা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রাণপ্রিয় অধ্যাপক মোঃ মমতাজ আলী তাঁর জন্য আপনাদের কাছে দোয়া চাই।


সর্বশক্তিমান আল্লাহ্ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত করে নূরের আলোয় ভরে দেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মাকামে স্থান দান করেন। আমিন। অধ্যাপক মোঃ মমতাজ আলীর পরিবারবর্গ

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram