আলমডাঙ্গায় ২১৬ বোতল নেশাজাতীয় হোমিও প্যাথিক অ্যালকোহলসহ ফেলু মন্ডল গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৬ বোতল নেশাজাতীয় হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ ঘোলদাড়ি কুটিপাইকপাড়ার ফেলু মন্ডলকে গ্রেফতার করেছে। এসময় মাদক কারবারির সাথে জড়িত তিনজন পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। মাদক দ্রব্য নিয়ে আসা যাওয়ার কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ গভীর রাতে আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠের রজব আলীর কলা বাগানের পাশ থেকে ফেলু মন্ডলকে মাদকসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার আইলহাঁস ইউনিয়নের ঘোলদাড়ি কুটিপাইকপাড়ার মৃত ওয়াছ মন্ডলের ছেলে ফেলু মন্ডল(৪০)। দীর্ঘদিন ধরে আইলহাঁস ইউনিয়ন এলাকায় একটি চক্র হোমিও প্যাথিক অ্যালকোহল কেনাবেচা করে আসছিল। বেশকিছুদিন পূর্বে আইলহাঁস এলাকার দুই হোমিওপ্যাথিক অ্যালকোহল ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। চক্রটি বিপুল পরিমানের হোমিওপ্যাথিক অ্যালকোহল কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।
২১ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ব্যাটারি চালিত পাখিভ্যান থেকে তিনজন পালিয়ে যায়। তিনজনকে পালিয়ে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ কুটিপাইকপাড়ার ফেলু মন্ডল গ্রেফতার করে। গ্রেফতারের পর পাখিভ্যান তল্লাশি করে ভ্যানে থাকা কাগজের কার্টুনের মধ্য থেকে ২১৬ বোতল হোপিওপ্যাথিক অ্যালকোহল উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ে করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান (পিপিএম) বলেন: মাদক কারবারিদের কোনো ছাড় নেই। যেখানেই মাদকের অস্তিত্ব পাওয়া যাবে, সেখানেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে দমন করবে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আলমডাঙ্গা থানা পুলিশ সর্বদা সতর্ক ও সজাগ অবস্থানে রয়েছে।












