আলমডাঙ্গার বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদীর শেষকৃত্য: দেশ-বিদেশের শ্রদ্ধা, এলাকার শোক

আলমডাঙ্গার সন্তান, দেশের বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদী-র শেষকৃত্য শনিবার দুপুর ২টার সময় আলমডাঙ্গা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। নেপাল থেকে আগত ঠাকুর পবন কুমার সানহাই মরদেহের সৎকাজ সম্পন্ন করেন।
শেষকৃত্য অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীমহলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাবেক এমপি মকবুল হোসেন, সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাল আল মামুনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতারা এবং চিকিৎসকরা।
বিদেশ থেকে নেপাল, ভারত, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, উত্তরবঙ্গসহ বহু ব্যবসায়ী ও আত্মীয় স্বজন শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
শহরবাসী বলেন—"গিরিধারী লাল মোদী ছিলেন আলমডাঙ্গার কৃতিসন্তান, তার নেতৃত্ব, উদারতা ও মানবিকতা আমাদের অনুপ্রাণিত করেছে।
দেশ-বিদেশ থেকে যে সম্মান পেয়েছেন, তা তাঁর জীবন ও কর্মের প্রতিফলন। আজ আলমডাঙ্গা শোকাহত হলেও ভিন্নরকম গৌরবে ভরপুর।"
তিনি শুধুমাত্র ব্যবসায়ী নন, বরং এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রতীক ছিলেন। এলাকার মানুষ তাঁকে কৃতিসন্তান হিসেবে চিরস্মরণীয় রাখবে।












