আলমডাঙ্গায় ২০১ লিটার বাংলা মদসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ ৫ জন গ্রেফতার

আলমডাঙ্গায় ২০১ লিটার বোতলজাত বাংলা মদসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার মুন্সিগঞ্জ খুদিয়াখালী স্কুলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী স্কুলপাড়ার চয়ন দাসের স্ত্রী আরতী দাস (৩০) ও তার স্বামী কালিদাসের ছেলে চয়ন দাস (৩৩), মাধবদাসের ছেলে সঞ্জয় দাস (২৫) ও জয় দাস (১৯) এবং অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৮)। তারা দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের নাম ভাঙিয়ে অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ বাংলা মদ বাজারজাত করার পরিকল্পনা নিয়েছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে হারদী আলমডাঙ্গার অস্থায়ী সেনা ক্যাম্প, আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে ২০১ লিটার বোতলজাত বাংলা মদ উদ্ধার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, এসব ব্যবসায়ীরা প্রতিদিন কয়েকশ লিটার বাংলা মদ বিক্রি করে থাকে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের বেচাকেনা। কেউ প্রতিবাদ করলে হরিজন সম্প্রদায়ের পরিচয়ে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ফলে স্থানীয়রা চুপ থাকতেই বাধ্য হন।
তবে শুধু মাঝে মধ্যে এমন অভিযানে আটক করলেই সমস্যার সমাধান হচ্ছে না। এলাকাবাসীর দাবি, এরা জামিনে মুক্তি পেয়ে আবারও পূর্বের পেশায় ফিরে যাচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও ফলোআপ প্রয়োজন। নইলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামানো যাবে না, বরং যুব সমাজ আরও ভয়াবহভাবে মাদকে আসক্ত হয়ে পড়বে।












