আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্লাস উদ্বোধন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোছাঃ আয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মই দেশের আগামী দিনের সম্পদ। শুধু ভালোভাবে পড়াশোনা করলেই হবে না, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়েও গড়ে উঠতে হবে। মেয়েদের শিক্ষার অগ্রগতি ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও আলমডাঙ্গা সরকারি কলেজের আইসিটি প্রভাষক এ.কে.এম রাজিউজ্জামান। তিনি বলেন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শুধু শিক্ষকদেরই নয়, শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সততার মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলে, সেটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কলেজের ছাত্রীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। উচ্চশিক্ষা, কর্মক্ষেত্র কিংবা সামাজিক জীবনের যে কোনো অঙ্গনে তারা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে প্রস্তুত হতে হবে।
কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ছিলেন সহকারী অধ্যাপক ফজলুর রহমান, নাসরিন নাহার, মোশারফ হোসেন, কামাল হোসেন, পারভিন সুলতানা, সামসুন্নাহার, প্রভাষক মিজানুর রহমান, শরিফুল আলম, সুরাইয়া জেসমিন, প্রতিভা রানী সাহা, শফিকুর রহমান, বজলুর রশিদ, মোতাহার হোসেন, প্রভাংশু কুমার ব্যানার্জী, প্রবীর কুমার পাল, আলী হায়দার, শফিউল হক, আব্দুল কুদ্দুস, ইউসুফ আলী, হুমায়ন কবীর, মিজানুর রহমান, আব্দুল খালেক, প্রদর্শক এ.কে.এম গোলাম সরোয়ার, প্রভাষক জেবুন নেছাসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিনসহ কলেজের প্রয়াত সকল সদস্য ও শিক্ষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “এই প্রতিষ্ঠান আজ যে পর্যায়ে এসেছে, তা সম্ভব হয়েছে প্রতিষ্ঠাতা ও প্রাক্তন শিক্ষকদের নিরলস পরিশ্রম ও ত্যাগের কারণে। তাদের অবদান আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”












