৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৪, ২০২৫
88
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 


আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন। তিনি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি সবচেয়ে বেশি সচেতন হতে হবে । অযথা মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করছে। তাই অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সন্তানকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলা। বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসলে তাদের লেখাপড়ার মানোন্নয়ন হবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)। তিনি বলেন, পরীক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমানে মাদক শিক্ষার্থীদের ধ্বংস করছে। এছাড়া অনলাইন গেমসেও আসক্ত হয়ে পড়ছে অনেক কিশোর-তরুণ। তাই সন্তানকে এগুলো থেকে দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। মাদক ও অনলাইন গেমস থেকে দূরে থাকলে শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।


সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে এজন্য শিক্ষক-অভিভাবক সবার সহযোগিতা প্রয়োজন। নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের মাধ্যমেই এ লক্ষ্য পূরণ করা সম্ভব।


সহকারি শিক্ষক আনোয়ারুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিভাবক আসাদুজ্জামান মিন্টু, মঞ্জু ফারুকুজ্জামান, মঞ্জু মেম্বার, আইনাল হক, সুমাইয়া আক্তার লিমা ও গণিত শিক্ষক আনিসুর রহমান। এছাড়াও শতাধিক অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram