৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিশাল জয়: ১২টি সম্পাদকীয় পদের ৯টিতে জয়ী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১০, ২০২৫
109
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল প্রাধান্য পেয়েছে। মোট ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা, বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ডাকসুতে ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদ রয়েছে। এর মধ্যে সদস্যপদ ১৩টি।

বিজয়ী প্রার্থীরা হলেন- (ভিপি): আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ। সহসাধারণ সম্পাদক (এজিএস): মুহিউদ্দীন খান।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার। কমন রুম/রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা। আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)। গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)। ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন। ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ। সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ।মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া।

নির্বাচনে মোট আটটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল। ভোটকেন্দ্রগুলো হলো- কার্জন হল কেন্দ্র। শারীরিক শিক্ষা কেন্দ্র। টিএসসি। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র। ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। সিনেট ভবন কেন্দ্র। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

প্রত্যেক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোটার হিসেবে অংশগ্রহণ করেছেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদার ২ হাজার ১৩১।

এজিএস পদে মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শিবির সমর্থিত জোটের ফাতেমা তাসনিম জুমা ১০ হাজার ৬৩১ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একই প্যানেলের ইকবাল হায়দার ৭ হাজার ৮৩৩ ভোট, কমন রুম-রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে একই প্যানেলের উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট, আন্তর্জাতিক সম্পাদক পদে এই প্যানেলেরই জসীমউদ্দিন খান ৯ হাজার ৭০৬ ভোট (যিনি জুলাইয়ে চোখ হারান), এই প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ৭ হাজার ২৫৫ ভোট, ছাত্র পরিবহন সম্পাদক পদে একই প্যানেলের আসিফ আব্দুল্লাহ ৯ হাজার ৬১ ভোট, এই প্যানেল থেকেই ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম ৯ হাজার ৩৪৪ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে একই প্যানেলের আব্দুল্লাহ আল মিনহাজ ৭ হাজার ৩৮, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া ১১ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram