হাটবোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সোয়াদের করুণ মৃত্যু, আহত তিন

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ও মেহেরপুরের গাংনী সড়কের হাটবোয়ালিয়া কামাল "স" মিলের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র আঠারো বছরের প্রাণবন্ত তরুণ সোয়াদ আহমেদ চিরবিদায় নিলেন রক্তাক্ত এক সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে।
নিহত সোয়াদ গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী দুলাল মালিথার ছোট ছেলে। বয়স মাত্র আঠারো, অথচ জীবন থেমে গেল একটি মুহূর্তের অসাবধানতায়।
দুর্ঘটনায় আহত হয়েছেন বাহাদুর (২২), সাগর (১৬) এবং রনি (২৫)। স্থানীয়রা জানায়, সোয়াদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে হাটবোয়ালিয়া বাজার থেকে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা কামাল "স" মিলে পৌঁছলে গাংনী থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচণ্ড ধাক্কায় চারজন ছিটকে পড়ে সড়কে। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল দুটি। রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন।
সোয়াদের মৃত্যুতে তার গ্রাম ভোলাডাঙ্গা ও আশপাশের এলাকা এক শোকভারী নীরবতায় ঢেকে গেছে। স্বজনদের কান্না আর বন্ধুদের স্তব্ধ দৃষ্টি—সবকিছু যেন প্রমাণ করছে, কতটা অকালেই থেমে গেল এক তরুণ জীবনের স্বপ্নযাত্রা।












