৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২২, ২০২৫
150
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, আত্মহত্যা রোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইন গেমে আসক্তি ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)। প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুদুর রহমান বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে সুস্থ-সুন্দরভাবে বেড়ে উঠতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ কিংবা ইভটিজিং, এসব থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। অনলাইনে প্রতারণা বা গেম আসক্তি থেকে মুক্ত থাকতে হবে। পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। তোমরা সচেতন হলে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর হবে।"


তিনি আরও বলেন,“আলমডাঙ্গা থানা পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। যেকোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে পুলিশকে অবহিত করলেই ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের ও সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, শহরের বেশ কয়েকটি পয়েন্টে, গলি রাস্তার মোড়ে স্কুলগামী শিক্ষার্থীদের ছেলেরা ইভটিজিং করে। তোমরা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তোমরা প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে ইভটিজিংসহ যে কোন অপরাধের তথ্য দিতে পারবে। সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহন করা হবে।


সমাবেশে শিক্ষার্থীরা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা কখনো মাদক, সন্ত্রাস, ইভটিজিং কিংবা বাল্যবিবাহের সঙ্গে জড়িত হবে না এবং এ বিষয়ে অন্যদেরও সচেতন করবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram