৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি সংবর্ধনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৫, ২০২৫
199
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ ও কৃতি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মো: আব্দুল মাননাফ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শফিউল আলম বকুল। এসময় তিনি বলেন: বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভ‚মিকার কথা উল্লেখ করেন। পরিবেশ, অবকাঠামো ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সবাইকে সহযোগিতার জন্য আহবান জানান।


বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, সমাজসেবক ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শ্রমিক বিভাগের সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব, বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান।সহকারী শিক্ষক নুরুল মসলেম লেন্টুর উপস্থাপনায় উপস্থিত ছিলেনস সমাজ সেবক হায়দার আলী, সমাজসেবক সাইফুল ইসলাম, সমাজসেবক আক্কাস আলীসহ বিভিন্ন পর্যায়ের অভিভাবকবৃন্দ, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।

যে সকল শিক্ষার্থী ২০২৫সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেছেন তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। যাদের রোল নম্বর ক্লাসে এক এবং দুই তাদেরকে বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়। মোহাম্মদ মামুনুর রশীদ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক মনোনীত করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram