৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদক দ্রব্য গাঁজাসহ হারদী ইউনিয়নের ৩জন গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৫, ২০২৫
151
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য গাঁজাসহ হারদী ইউনিয়নের ৩জনকে গ্রেফতার করেছে। ১২ জুলাই শনিবার রাতে উপজেলার হারদী ইউনিয়নের লক্ষিপুর জামতলা থেকে মাদক দ্রব্য গাঁজা কেনাবেচার সময় তাদের তিনজনকে গ্রেফতার করে।


জানাগেছ: উপজেলার হারদী ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মুক্তার মোল্লার ছেলে নূর ইসলাম (৪৫), পাশ্ববর্তি ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার ময়না খন্দকারের ছেলে টিটু খন্দকার (২৪) ও একই গ্রামের মজনু খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার(২১) দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে।

তারা বাইরে থেকে নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি গাঁজা বিক্রয় করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে লক্ষিপুর গ্রামের জামতলা থেকে তাদের তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাদের নিকট থেকে ১শ ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram