৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে হাসপাতালের  দাবি জানালেন আলমডাঙ্গার প্রতিনিধিদল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৩, ২০২৫
181
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের দাবিতে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন আলমডাঙ্গার প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) ও আলমডাঙ্গার সন্তান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। সঙ্গে ছিলেন মুসাব ইবনে শাফায়েত, আরিফুল ইসলাম তুহিন, রাকিবুল ইসলাম ইমন, মোঃ সাদী হাসান ও রাকিব মাহমুদ।

আলমডাঙ্গার জনসংখ্যা, পৌর এলাকার গুরুত্ব, স্বাস্থ ব্যাবস্থাপনা ও নাগরিক অধিকার বিবেচনায় শহরে দ্রুত হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়।

 এ সময় উপদেষ্টা বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অক্টোবরের মধ্যে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”

অ্যাডভোকেট রানা বলেন, “এই হাসপাতালের দাবি শুধু উন্নয়নের দিকচিহ্ন নয়, এটি নাগরিক অধিকার রক্ষার প্রতীক।”

মুসাব ইবনে শাফায়েত বলেন, “আলমডাঙ্গা শুধু ভোট চায় না, অধিকারও চায়। সরকারি হাসপাতাল এখন সময়ের দাবি।”

আলমডাঙ্গাবাসীর এই দাবির প্রতি ব্যাপক গণসংহতি গড়ে উঠছে। সকলে আশাবাদী—এ দাবির বাস্তবায়ন এবার শুধু সময়ের অপেক্ষা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram