আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সাইফুল ও তার দুই সহযোগী গ্রেফতার

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। ১০ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার ভাংবাড়িয়া কারিগর পাড়া থেকে মাদক দ্রব্য কেনাবেচার সময় তাদের তিনজনকে গ্রেফতার করে।
জানাগেছ: উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মন্টু আলী কারিগর (৪৫), পাশ^বর্তি ভোগাইল বাগাদী গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম(৪৬) ও একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে ইনসারুল ইসলাম(৪৫) দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে। এদের মধ্যে সাইফুল ইসলাম এলাকার বড় মাদক ব্যবসায়ী। সে এলাকায় খুচরা ও পাইকারি গাঁজা বিক্রয় করে।
এলাকাবাসি জানিছে, সাইফুল মাদক ব্যবসা করে অনেক সম্পদ করেছে। বৃহস্পতিবার রাতে তারা ভাংবাড়িয়া গ্রামের কারিগরপাড়ায় মন্টুর বাড়িতে গাঁজা বিক্রয় করতে আসে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে হাটবোয়ায়িলা ক্যাম্প ও থানার অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে মন্টুর বাড়ি থেকে তাদের তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।












