আলমডাঙ্গায় জামায়াতের পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাজীবিদের অংশগ্রহণে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জি.এ. সাংগঠনিক থানা পেশাজীবি সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে পেশাজীবিদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সমাজের শিক্ষিত, সচেতন ও নেতৃত্বের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। পেশাজীবিদের মাধ্যমে ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, জি.এ. সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন, পৌর পেশাজীবী সভাপতি শামসুল আরেফীন রিপন। উপজেলা পেশাজীবি সভাপতি মোহাম্মদ আলীর উপস্থাপনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ অনুষ্ঠান সমাপ্ত হয়।












