৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিমগ্ন পাঠাগারে আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জুলাই ১১, ২০২৫
278
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে কাজল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল মাহমুদের কবিতা পাঠ করেন রাশেদ কিরণ, তামিম হোসেন, সোহেল রানা, আবু বকর সিদ্দিক, নাদিউজ্জামান রিজভী, ইসমাইল হোসেন, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, তাওহিদুজ্জামান রাব্বি, তাওহিদ খান, আফনাব হোসেন নাহিয়ান, শারজিল হাসান এবং নূরে সিফাত তানিম। আল মাহমুদকে নিবেদিত ইমদাদুল হকের কবিতা পাঠ করেন ইলিয়াস আব্দুল্লাহ এবং স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদ কিরণ।

আল মাহমুদের সাহিত্য নিয়ে পর্যালোচনামূলক আলোচনা করেন ইমদাদুল হক, তামিম হোসেন, নাদিউজ্জামান রিজভী এবং আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানের মুখ্য আলোচক ইমদাদুল হক বলেন, আল মাহমুদের সাহিত্য সমগ্র বাংলাদেশের সত্যিকারের দর্পণ। তাঁর সাহিত্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-কালচার যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

এছাড়াও আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য 'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। এ প্রতিপাদ্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ডালিম হোসেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram