উপজেলা প্রেসক্লাসের সভাপতি, সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা

আলমডাঙ্গা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাসের নবনির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ জুলাই শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিরি অফিস রুমে উপজেলা জামায়াতের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন।
উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রভাষক সাহীন সাহিদ, গোলাম মোক্তাদির, শামশুল আরেফিন রিপন, শরিফুল ইসলাম পিন্টু, নাজমুস সালেহীন, শামীম রেজা, আল-আমীন প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান, সাধারন সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন ও সাংগঠনিক সম্পাদক সঞ্জ আহমেদকে আল-আরাফা(প্রা:) হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এসময় সবাইকে মিষ্টি খাওয়ায়ে দেন তিনি।












