১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জুলাই ৪, ২০২৫
140
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। আসরে পঠিত নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে রাশেদ কিরণ, তামিম হোসেন ডালিম, খন্দকার লুৎফর রহমান রনু, খন্দকার সোহেল রানা, নাদিউজ্জামান রিজভী, খোঃ আসাদুজ্জামান, মাহমুদুল্লাহ আল মুসাফির, মাহফুজ হোসেন, শুয়াইব হোসেন টিনু, তাওহিদ খান, মাহমুদুল হাসান, আবু শুয়াইব শিমুল, সুমাইয়া তাবাসসুম ও নিশাত সালসাবিলের কবিতা প্রকাশিত হয়।

কবিতা পাঠিয়ে যারা আসরে উপস্থিত হতে পারেননি তাদের কবিতা পাঠ করেন শারজিল হাসান, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, মুহাম্মাদ আব্দুল্লাহ, আহমাদ কাজল, সোহেল রানা ও মুন্না আল মাহদী। আসরটি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়।

কবিতা পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন মুফতি মাহদি হাসান, ডালিম হোসেন, সিদ্দিক হোসেন, শামছুল আলম, ইয়ামিন হোসেন, মুরসালিন ফরজ, মিজানুর রহমান, মো: কুরবান আলী মেয়র ও মুহাম্মদ মাহফুজ। আসরে আরও উপস্থিত ছিলেন মো: নাফিজ উদ্দিন, ইয়াসিন আলী, মুহাম্মদ নাসিম ও সাওফিয়া মাহমুদা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল আহমেদ এবং সবশেষে ভাঁজপত্রে প্রকাশিত ও আসরে পঠিত কবিতার ওপর সামগ্রিক মূল্যায়ন পেশ করেন ভাঁজপত্রের সম্পাদক ইমদাদুল হক।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram