১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত বাবার ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২, ২০২৫
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নেশা যখন ভালোবাসার জায়গা দখল করে নেয়, তখন ঘরই হয়ে ওঠে নরক।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

মাদকদ্রব্য সেবন করে পরিবারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে খন্দকার মোখলেছুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু-র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

আদালতসূত্রে জানা গেছে, মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

তিনি প্রায়শই মাদক গ্রহণ করে ঘরে ফিরে পরিবারের সদস্যদের ওপর অমানবিক আচরণ করতেন।

গতকাল সকালে মাদক সেবনের পর তিনি নিজের সন্তানকে মারধর করেন। পরিবারের আর্তনাদে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মোখলেছুর রহমানকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই রায় শুধু একজনের সাজা নয়— এটি পরিবার, প্রতিবেশী এবং সমাজের প্রতি এক শক্ত সতর্কবার্তা।

মাদকদ্রব্য শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অন্যদেরও সচেতন করবে। ভালোবাসার মানুষদের চোখে জল নয়, নিরাপত্তা ফিরিয়ে দেবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram