আলমডাঙ্গায় ইস্ট বেকার স্লাইস ব্রেডের পরিবেশককে ৭ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ইস্ট বেকার স্লাইস ব্রেডের পরিবেশককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১ জুলাই দুপুরে কুষ্টিয়া সড়কের কালিদাসপুর ডিলার পয়েন্টে উপস্থিত হয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের কালিদাসপুর ইস্ট বেকার স্লাইস ব্রেডের পরিবেশক সাইফুল ইসলাম। তিনি কুষ্টিয়া ডিপো থেকে ইস্ট বেকার স্লাইস ব্রেডের পরিবেশক হিসেবে মাস দেড়েক ব্যবসা শুরু করেছে। গত কয়েকদিন আগে হাফিজ মোড়ের শর্মা স্টোরে ইস্ট বেকার স্লাইস ব্রেড (মিল্ক জ্যাম ফিল্ড) বিক্রয় করেন।
শর্মা স্টোর থেকে গত পরশু ও গতকাল কয়েকজন ইস্ট বেকার স্লাইস ব্রেড কিনে দুপুরে থেকে গিয়ে দেখেন ভিতরে ফাঙ্গাস হয়ে গেছে। পরে তারা শর্মা বিষয়টি জানায়। শর্মা স্টোরের মালিক জানায় তারা পরিবেশকের নিকট থেকে নিয়েছে। এগুলো ফেরত নিয়ে যাওয়ার কথা। একজন ক্রেতা মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা সহকারি কমিশনার ভ‚মির নিকট বিষয়টি জানান।
উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু দ্রুত সময়ের মধ্যে শর্মা স্টোরে উপস্থিত হয়ে ঘটনা বিস্তারিত জেনে পরিবেশকের ডিলার পয়েন্ট যান। সেখানে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশক সাইফুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করেন।