১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৮, ২০২৫
88
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা । ২৭ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। রথযাত্রা মহোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি হাইরোড রেলস্টেশন থেকে শহর প্রদক্ষিণ শেষে রথযাত্রা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে এসে শেষ হয় । আগামি ৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে রথযাত্রা অনুষ্ঠানে প্র্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

ৎবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা পুজা উদযাপন আহবায়ক কমিটির নির্বাহী সদস্য কিশোর কুমার আগরওয়ালা, পলাশ কুমার সাহা, পবিত্র কুমার আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, পুলিশ পরিদর্শক অপারেশন বিকাশ চন্দ্র সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোমিন মালিথা।

ডা. অমল কুমার বিশ^াসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নিমাই রায়, সমীর কুন্ডু, পলিমল ঘোষ কালু, পবন ভৌতিকা, হারান অধিকারী, বিজয় কুমার সিংহ, বিশ^জিৎ সাধুখাঁ, প্রহিত বরুন পান্ডে, অসীম কুমার সাহা, লিপন বিশ্বাস, সাধারন সম্পাদক পলাশ আচার্য, তনময় দত্ত, উৎপল দত্ত, বিপুল সাহা, মদন কুমার, বাপ্পি বিশ^াস, অশি^নী পরামানিকসহ আলমডাঙ্গা সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও যুব সমাজ সনাতন ধর্মাবলম্বী। এক নাম সংঘ“র পরিচালনায় কীর্তন পরিবেশন করেন বাবু গোপেন আচার্য।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram