আলমডাঙ্গায় স্ত্রী সন্তানকে সাথে নিয়ে অভিনব কৌশলে ছাগল চুরি করে আটক লাবলু বিশ্বাস

আলমডাঙ্গা স্ত্রী সন্তানকে সাথে নিয়ে অভিনব কৌশলে ছাগল চুরি করে জনতার হাতে ধরাপড়ে পুলিশের খাচায় পোড়াদাহ চিৎলা গ্রামের লাবলু বিশ^াস। ২৭ জুন শুক্রবার আলমডাঙ্গার ষ্টেশন এলাকা থেকে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় কালিদাসপুর আসাননগর গ্রামে ধরা পড়ে। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে তুলে দেয় এলাকাবাসী।
জানাগেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদাহ চিৎলা গ্রামের হারুন বিশ^াসের ছেলে লাবলু(২৮) দীর্ঘদিন ধরে চুরির পেশায় নিয়জিত আছে। সে যেখানে যায় সেখানে তার সামনে ছাগল পড়লেই সেটা কৌশলে চুরি করে নিয়ে বিক্রয় করে দেয়। এ পেশায় তার স্ত্রীকেও প্রশিক্ষণ দিয়েছে। লাবলু তার স্ত্রী ও দুটি সন্তানকে সাথে করে নিয়ে চুরি করে। কেউ দেখলে মনে করবে একটি পরিবার তাদের নিজেদের ছাগল নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে আলমডাঙ্গা থেকে লাবলুর স্ত্রী বেশ কয়েকটি ছাগল চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরার পুটেজে দেখায় বাচ্চা কোলে নিয়ে ছাগল চুরি করে নিয়ে যায়।
কথায় আছে, চোরের দশদিন- মালিকের ১ দিন। শুক্রবার লাবলু তার স্ত্রী সন্তানকে সাথে নিয়ে আলমডাঙ্গা ষ্টেশন এলাকা থেকে একটি ছাগল চুরি করে ইজি বাইক যোগে পোড়াদাহ যাওয়ার সময় আসাননগর গ্রামে পৌছালে লোকজনের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসা করলে তার উত্তর দিতে পারে না। পরে তারা স্বীকার করেন ছাগলটি চুরি করে নিয়ে আসছেন। এলাকাবাসি তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।