১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর র‌্যালি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৭, ২০২৫
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও জিএ শাখার উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাইরোডের আব্দুল মজিদ টাওয়ারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।


এসময় তিনি বলেন একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য মাদক মুক্ত যুব সমাজের প্রয়োজন। আমাদের এই দেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্বেও অধিকাংশ যুবক ও কিশোরেরা মাদকাসক্ত। মাদক মুক্ত আইন ও দেশ গড়ার জন্য জাতীয় সংসদে ১৫১ জন সৎ ও যোগ্য এমপিকে আমাদের পাঠাতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা শতভাগ মাদক মুক্ত। এরা সমাজের কাছে ইসলামের সু-মহান আদর্শ তুলে ধরতে চাই।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সেক্রেটারি আরিফুল ইসলাম, জেলা জামায়াতের শ্রমিক বিভাগের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান, পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহসহ উপজেলা, জিএ, আলমডাঙ্গা পৌর ও ইউনিয়ন শাখার সকল ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি, সেক্রেটারী ও ইউনিটের কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram