১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জুন ২৬, ২০২৫
119
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে 'মাদকের অভিশাপ ও মুক্তির উপায়' শিরোনামে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জনাব কাজল আহমেদের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন, শায়খ ইমদাদুল হক, তামিম হুসাইন ডালিম, মুহাম্মদ আব্দুল্লাহ, ইলিয়াস আব্দুল্লাহ, তামজিদ হাসান আবির ও তাওহিদুজ্জামান রাব্বি। বক্তারা সেমিনারে মাদকের পরিচয়, মাদকাসক্তির ভয়াবহতা ও মাদকমুক্ত সমাজ গড়ার কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সেমিনারে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহমুদুল্লাহ আল-মুসাফির।

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন এম. কানজুল আরেফিন, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু ও আজমাইন আদিল প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ ডিসেম্বর ১৯৮৭ তারিখে সিদ্ধান্ত নেয় যে প্রতিবছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস) পালন করা হবে। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস (ইউএনওডিসি) জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেয়।

আমরা বিশ্বাস করি, মাদকের কোনো বৈধ ব্যবহার নেই। মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। আর তা একমাত্র আসমানি পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই সম্ভব। অন্য কোনোভাবে নয়। যা পৃথিবীর বিভিন্ন দেশ বারবার প্রমাণ করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram