১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতি প্রস্তুতি মামলার ডাকাতির সাথে জড়িত ৩ জন গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২৫
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতি প্রস্তুতি মামলার ডাকাতির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। ২৩ জুন রাতে সোমবার দিনগত রাতে তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানার গাইদগাট ও আলমডাঙ্গার আইলহাৃঁস গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।


জানাগেছে, গত ঈদের আগের রাতে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের কুলপালা এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে পরিবহন ডাকাতির চেষ্টা করে। পরিবহন ড্রাইভারের দক্ষতায় ডাকাতির কবল থেকে রক্ষা পায় কয়েকটি পরিবহন ও ট্রাক। রাতেই আলমডাঙ্গা থানার অভিযান ইনচার্জ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি ঘটনার রাত থেকেই ডাকাতির সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে। ১১ জুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ডাকাতি মামলার আসামী মনোয়ার ইসলাম সন্টুকে গ্রেফতার করে।

তিনি ঈদের আগের রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার কথা স্বীকার করে। এরপর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতেৃত্বে এসআই নিয়ামুল হক ডাকাতি প্রস্তুতি মামলার তদন্ত শুরু করে।

তদন্তে ডাকাতির সাথে জড়িত চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদগাঠ গ্রামের মৃত ফরজ আলীর ছেলে আরিফুল ইসলাম(৩২), একই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে বাপ্পি হাসান(২৯) ও আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামের শাহাজাহান আলীর ছেলে সেকেন্দার আলী(২৭)কে গ্রেফতার করে। তাদের ৩ জনকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram