১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শিশুসহ পাখিভ্যান চুরির ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও পাখিভ্যানটি পাওয়া যায়নি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৪, ২০২৫
69
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় পাখিভ্যানে বসা ৮ বছরের শিশুসহ পাখিভ্যান চুরির ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও পাখিভ্যানটি পাওয়া যায়নি। ২৩ জুন সকালে পাখিভ্যান চালক তার ৮ বছরের শিশুটিকে ভ্যানের উপর বসিয়ে রেখে বাজার করতে আলমডাঙ্গা হাফিজ মোড়ের আলোর ভূবনের সামনে থেকে ঘটনাটি ঘটে।


জানাগেছে, পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে ওমর আলী ৮ ছেলে পারভেজকে সাথে নিয়ে নিজের পাখিভ্যান যোগে বাজার করতে আসে। আলমডাঙ্গা হাফিজ মোড়ের আলোর ভূবনের সামনে পাখিভ্যানে শিশু পারভেজকে বসিয়ে রেখে বাজার করতে যায়। বাজার শেষ করে এসে দেখতে পায় পাখিভ্যান ও তার ছেলে নাই। ওমর আলীর চিৎকারের আশপাশের লোকজন ছুটে আসে।

ওমর আলী সকলকে বিষয়টি খুলে বলে। পরে আলমডাঙ্গা হাফিজ মোড়ের আলোর ভ‚বনের সিসি ক্যামেরায় দেখা যায়, শিশু ছেলেটি পাখিভ্যানে বসে আছে। এক ব্যক্তি শিশুটিসহ পাখিভ্যান নিয়ে যায় যাচ্ছে। ওমর আলী আলমডাঙ্গা থানায় গিয়ে ছেলেসহ পাখিভ্যান চুরি হওয়ার বিষয়টি জানান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নির্দেশে থানা পুলিশ শিশুটি ও পাখিভ্যানসহ চোরকে ধরার অভিযান শুরু করে। থানা এলাকার সকল ক্যাম্প পুলিশের নিকট ম্যাসেজ দেওয়া হয়। প্রায় ২ ঘন্টা পর শিশুটি বাড়ি চলে আসে। শিশু পারভেজ জানায় আমাকে ভ্যান থেকে একটি গলির মধ্যে নামিয়ে দিয়ে ভ্যান নিয়ে চলে গেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) জানান, শিশুটিসহ ভ্যানটি চুরি হওয়ার প্রায় ২ ঘন্টার পর শিশুটি বাড়ি ফিরেছে। চুরি হওয়া ভ্যান ও চোরটিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram