আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল

আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অফিস থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন সড়ক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা বিগত আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ, বিরোধী মত দমনে দমন-পীড়ন, গ্রেফতার-হামলার প্রতিবাদে ¯েøাগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
সমাবেশে আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের স্টিমরোলার চালিয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার সবকিছু হরণ করা হয়েছে। এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়ার আদর্শের দল। যুবদল মাঠে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা জেলার গণমানুষের নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ একজন আপোষীর নেতা, এই নেতার কাছে যেতে কোন নেতা বা কোন মাধ্যম লাগে না। যেকোনো ব্যক্তি তার নিজ প্রয়োজনে সরাসরি এই নেতার সাথে কথা বলতে পারে। এই নেতা একজন নিরঅহংকারী নেতা। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এই নেতার হাতকে শক্তিশালী করা। আপনারা সকলেই এই নেতার জন্য দোয়া করবেন নেতা যেন সবসময়ই সুখে দুঃখে আমাদের পাশে থাকতে পারে।
সমাবেশে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন,“যুব সমাজকে সামনে রেখেই স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। যারা রাজপথে থেকে প্রতিবাদ করছে, তারাই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কারিগর।”
সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিমুদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ মঞ্জু, যুবনেতা যুব নেতা শরিফুল ইসলাম শরীফ, লুলু, শরীফ, হুমায়ুন কবির, আওয়াল কবির, রিলি, ঝন্টু, নাজিমুদ্দিন, মানিক মিয়াসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।