আলমডাঙ্গায় ইসলামীছাত্র শিবিরের পরীক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার সকালে আলমডাঙ্গা শহরের লাইলা কনভেনশন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অফিস সম্পাদক সজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি সাব্বির রহমান, সেক্রেটারি রুহুল আমিন, উপজেলা শাখার সেক্রেটারি খালিদ আহমেদ, সরকারি কলেজ শাখার অফিস সম্পাদক বায়েজিদ মুন্সি। ছাত্র শিবিরের আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শতাধিক এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পেন্সিলসহ বিভিন্ন পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সাফল্য কামনায় দোয়া করা হয়।