১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২২, ২০২৫
77
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় কৈশোর কর্মসূচির আওতায় পরিচালিত উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশন সামাজিক কাজে বিশেষ অবদান, সংস্কৃতিতে বিশেষ অবদান, সাংবাদিকতায় বিশেষ অবদান ও ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করেছে।

২১ জুন শনিবার আলমডাঙ্গা এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গলে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পল্লী কর্ম-সহায়ত ফাউন্ডেশন(পিকেএসএফ)“র সহযোগীতায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।

ক্রীড়া প্রতিযোগীতায় ছেলে মেয়েদের ১০০ মিটার দৌড়, ছেলেদের ম্যারাথন দৌড়, মেয়েদের বাই সাইকেল চালানো, বালিশ খেলা, বক্সে বল নিক্ষেপ, নৃত্য ও কবিতা আবৃতিতে অংশ গ্রহন করেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানস্থলে বাল্য বিবাহ, বয়: সন্ধিকাল, সুষমখাদ্য ও স্বাস্থ্য সচেতনতাসহ বেশ কয়েকটি স্টল দেয় শিক্ষার্থীরা। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম ও সহকারি শিক্ষক আব্দুস সেলিম।

ক্রীড়া প্রতিযোগীতা শেষে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, ওয়েভ ফাউন্ডেশনের এ্যাডভাইজার আব্দুস শুকুর, সাবেক রাজশাহী ও বর্তমানে খুলনা বেতার শিল্পী রইচ উদ্দীন, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্লা, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ওয়েভ ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা সহকারি ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন।

ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম ও ৯ শ্রেনীর শিক্ষার্থী লামিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার (ট্রেনিং) হামিদুল ইসলামসহ এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সকল শিক্ষক কর্মচারী।

আলমডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সংস্কৃতিতে বিশেষ অবদানের জন বেতার শিল্পী রইচ উদ্দিন, সাংবাদিকতায় বিশেষ অবদানে জন্য দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক শরিফুল ইসলাম রোকন ও ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া প্রতিযোগীতায় অংশ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram