১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ আসামী গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২২, ২০২৫
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ আসামীকে গ্রেফতার করেছে। ২০ জুন দিনগত রাতে ও ২১ জুন সকালে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৬জনকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।


গ্রেফতারকৃত উপজেলা আইঁলহাস ইউনিয়নের ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের মাঝেরপাড়ার মৃত তাছের আলী মন্ডলের ছেলে লাল্টু (৫২) একই গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে হাসিবুল ইসলাম (৫২), শাহীন মন্ডলের ছেলে সুজন মন্ডল (২৫), মৃত আলা উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৫৩), মৃত বিশারত মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৫২), মৃত ওমর আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪২). আব্দুল খালেকের ছেলে উকিল মন্ডল (৪৩), আজিজুল হকের ছেলে আনারুল ইসলাম (৪৫), মৃত রইচ উদ্দিন মল্লিকের ছেলে মনছের আলী (৬০), হাড়োকান্দি গ্রামের ইসলাম হোসেনের ছেলে মোকারম হোসেন, একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসান নগর গ্রামের মৃত মৌলভীর ছেলে আলামিন (২৬), একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে নান্নু হোসেন (৩৭), নান্নু হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৮), বেলগাছী ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়ার রবজেল আলীর ছেলে আলামিন@আলা (২১), আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মৃত মনোয়ার হোসেনের ছেলে ইউসুফ (১৮), পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার মহিউদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন সময় আদালত ও থানা মামলা হয়। ওই সকল মামলা আসামীরা হাজিরা না দেওয়া আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) আসামী গ্রেফতারী পরোয়ানা পেয়ে থানার অফিসার ফোর্স সাথে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram