১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খারিজে জালিয়াতি: ডামোশের আমজাদের ১৫ দিনের কারাদণ্ড

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৯, ২০২৫
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় শরিকদের জমির দাগ নম্বর জালিয়াতির মাধ্যমে নিজের নামে খারিজ করার অভিযোগে ডামোশ গ্রামের আমজাদ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।

জানা যায়, বেলগাছী ইউনিয়নের ৭৯ নম্বর বিলচাকিলা মৌজার আরএস ১৫ নম্বর খতিয়ানে শরিকানা ভিত্তিতে থাকা জমির দাগ নম্বর জাল করে আমজাদ হোসেন নিজের নামে খারিজ করেন। ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বর মাসে। খতিয়ান ও দাগে ভিন্নতা থাকা সত্ত্বেও আমজাদ হোসেন এক দালালের সহযোগিতায় নিজের নামে খারিজ করিয়ে নেন জমিটি।

ক্ষতিগ্রস্ত ওয়ারিশ নজরুল ইসলাম গং বিষয়টি বুঝতে পেরে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে অভিযোগ করেন। এরপর তদন্তে প্রতারণার প্রমাণ মেলায় ঘটনাস্থলেই আমজাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

ভূমি অফিসে উপস্থিত অনেকেই অভিযোগ করেন, আলামিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খারিজ সংক্রান্ত নানা হয়রানি ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনিই আমজাদকে সহযোগিতা করেছেন বলে স্বীকার করেন অভিযুক্তও।

স্থানীয়দের অভিযোগ—এ ধরনের জমিজমা সংক্রান্ত প্রতারণা এখন সাধারণ মানুষের আতঙ্কে পরিণত হয়েছে। তারা সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি ও প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram