১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রথম নারী সভাপতি হলেন পাপিয়া সুলতানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৮, ২০২৫
85
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চার সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। গত ১৫ জুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা: পাপিয়া সুলতানা। তিনি আলমডাঙ্গা কলেজপাড়ার প্রয়াত মকবুল হোসেনের কন্যা। তিনি ১৯৯১ সালে এই বিদ্যালয় থেকেই এসএসসি, পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে ডিগ্রি পাশ করেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম।


গত ১৬ জুন, সোমবার স্কুল কর্তৃপক্ষ অ্যাডহক কমিটির সব সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়। শিক্ষকদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাসের সাথে নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হয়।


বিশেষভাবে উল্লেখ্য, বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পাপিয়া সুলতানা। বিষয়টি স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।


বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নারীর নেতৃত্বে বিদ্যালয় পরিচালনায় নতুন গতি ও গুণগত পরিবর্তন আসবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram