১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার খাসকররা বাজারে ড্রয়ার ভেঙ্গে টাকা চুরি করে পালানোর সময় মিঠুন আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৫, ২০২৫
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার খাসকররা বাজারে ভূষিমাল ব্যবসায়ীর আড়ৎয়ের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙ্গে টাকা চুরি করে পালানোর সময় কুমারখালী পান্টি গ্রামের মিঠুনকে আটক করে এলাকাবাসি। এসময় চোরচক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। মিঠুনকে বাজারের লোকজন উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। ১৪ জুন শনিবার দুপুরে তারা চুরি করতে গেলে ১ জন ধরা পড়ে।


জানাগেছে, উপজেলার খাসকররা বাজারে কলেজমোড়ে দীর্ঘদিন ধরে ভূষিমালের ব্যবসা করে আসছে জাফিরুল ইসলাম। শনি ও মঙ্গলবার খাসকরা সাপ্তাহিক বাজারের দিন। গতকাল শনিবার সাপ্তাহিক বাজারের এলাকার মানুষ ধান, ভুট্টা বিক্রয় করতে আসে। জাফিরুল তার আড়ৎয়ে বসে ধান, ভুট্টা ক্রয় করছিল। দুপুর দেড়টার দিকে জাফিরুল ক্যাশবাক্সে ড্রয়ারে তালা মেরে বাইরে ধান ক্রয় করার জন্য বের হলে তিনজন লোক তার আড়ৎয়ের সামনে যায়। একজন তার আড়ৎয়ে প্রবেশ করে ক্যাশ বাক্সের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরি করতে যায়।

এসময় জাফিরুল এসে দেখতে পায় তার ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করছে। জাফিরুলের চিৎকারের আশপাশের ব্যবসায়ী ছুটে এসে একজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। আটক চোর চক্রের সদস্য জানায় সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের হাসানুর রহমানের ছেলে হোসাইন ইসলাম মিঠুন(৩০)।

সে আরও জানায় তার সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিরাজ(৩০) আরেক জনের নাম বলতে পারেনি। আটক চোরচক্রের সদস্য মিঠুনকে বাজারের জনতা উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram