কালিদাসপুর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার বিকেলে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে ফুটবল মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কালিদাসপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি চুয়াডাঙ্গা ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন, সহকারি সেক্রেটারি ইত্তেখার আহমেদ, প্রশিক্ষক সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক, আজিজুল হকসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।












