১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খালিদ হাসান গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৩, ২০২৫
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাগদাহ গ্রামের খালিদ হাসানকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ী খালিদ হাসানের অন্যতম সহযোগী মাদক ব্যবসায়ী মনির হোসেন তার মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায়। ১১ জুন বুধবার দিনগত রাতে নাগদাহ টু বলিয়ারপুর সড়কের ছোট ব্রিজের উপর থেকে খালিদ হাসানকে গ্রেফতার করে।

খালিদ হাসানের নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পলাতক মনির হোসেনের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।


জানাগেছে, উপজেলার নাগদাহ গ্রামের আশরাফুল আলম লিটনের ছেলে মাদক ব্যবসায়ী খালিদ হাসান(২০) ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনির হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা দুজন নাগদাহ ও বলিয়ারপুরসহ আশপাশ গ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। তাদের কারণে উঠতি বয়সের যুবসমাজ হাতের নাগালে মাদক পেয়ে মাদক সেবনের দিকে ঝুকে পড়ছে। যুুবকরা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছে।

১১ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই জামাল হোসেন সঙ্গীয় অফিসার এএসআই রাসেল তালুকদারসহ ফোর্স নিয়ে নাগদাহ থেকে বলিয়ারপুর সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মনির হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে গেলেও মুল মাদক ব্যবসায়ী খালিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। খালিদ হাসানের নিকট থেকে উদ্ধার করে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক দুজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকালই খালিদ হাসানকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram