১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার স্টুডেন্ট ক্লথ এন্ড বস্ত্রালয়ের সুজন মিয়া আর নেই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১১, ২০২৫
62
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা শহরের সকলের পরিচিত মুখ স্টুডেন্ট টেইলার্স ও স্টুডেন্ট ক্লথ এন্ড বস্ত্রালয়ের মালিক মানিক মিয়ার মেজো ছেলে সুজন মিয়া আর নেই( ইন্না ইল্লাহি…………রাজিউন)। সুজন আলী বেশ কিছু দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। ১০ জুন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বিকাল ৩টার দিকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।


জানাগেছে, সুজন মিয়া(৩৭) আলমডাঙ্গা বাজারের গার্মেন্টস পট্টির স্টুডেন্ট টেইলার্স ও স্টুডেন্ট ক্লথ এন্ড বস্ত্রালয়ের মালিক মানিক মিয়ার মেজো ছেলে । সুজন মিয়া পিতার পাশাপাশি থেকে ব্যবসা দেখাশুনা করতেন। বেশ কিছুদিন থেকে সুজন মিয়া নানান জটিল আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ১০ জুন সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিকালেই তার মরদেহ বাড়িতে নিয়ে আসলে আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব শেশ বারের মত একবার দেখার জন্য ছুটে আসে। সুজন মিয়ার একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় দারুস সালাম ঈদগা ময়দানে জানাযার নামাজ শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাম কামনায় বড় ভাই ফারুক সকলের নিকট দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram