আলমডাঙ্গার বলরামপুর যুব সমাজের আয়োজনে নানা রকম ক্রীড়া প্রতিয়োগীতা অনুষ্ঠিত

ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও ঈদের ২য় ও ৩য় দিন বলরামপুর গ্রামে করা হয় নানা রকম ঐতিহ্যবাহী খেলার আয়োজন। এই খেলাধুলা একদিকে যেমন বিনোদন, তেমনি এলাকাভিত্তিক গর্ব, সামাজিক সংহতি এবং ঐতিহ্যচর্চারও অংশ।
আলমডাঙ্গা বলরামপুর মিতালী সংঘর যুব সমাজের উদ্দ্যোগে নানা রকম ক্রীড়া প্রতিয়োগীতার আয়োজন করা হয়। এসকল ক্রীড়া প্রতিযোগীতায় শিশু, কিশোর, বৃদ্ধ নারী পুরুষ সকলে অংশ গ্রহণ করে। ৮ ও ৯ জুন সকাল থেকে সন্ধ্যাবদি চলে ক্রীড়া প্রতিযোগীতা। ৯ জুন সোমবার সন্ধ্যায় বলরামপুর মিতালী সংঘ ক্লাব চত্তরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বলরামপুর মিতালী সংঘ ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলরামপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর হালিমুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আলী হোসেন, প্রবীন ব্যক্তিদের মধ্যে আকরাম হোসেন, আব্দুর রাজ্জাক, আনোয়ারুল হক, আবু জাফর, নাসির উদ্দিন, নাজিম উদ্দিন, বলরামপুর বাইতুন নূর জামে মসজিদের সহকারি ইমাম জিল্লুর রহমান, ক্লাবের সহসভাপতি বদরুজ্জামান, সুজা উদ্দিন সুজন, সাবিক আল হাসান।
চাঁদ আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মহাবুল হক, আব্দুল ওহাব, রনি আহমেদ, রোকনুজ্জামান,জাহিদুল ইসলাম, পুলিশ সদস্য এএসআই মামুন অর রশিদ, অছেদ আলী, ফকির চাদ, শামীম,আরিফ, আজমল, নজরুল প্রমুখ। ক্রীড়া প্রতিযোগীতায় লং জাম্ব, হাই জাম্ব, দৌড়, ফুটবল, ক্রিকেট, মোরগ লড়াই, দড়ি লাফ, সুতা পরানো দৌড়, মারবেল দৌড় হাড়ি ভাঙ্গা, হাডুডুসহ গ্রামের ঐতিহ্যবাহী সকল খেলার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী ও বিজয়ী ১৮১জনকে পুরস্কার দেওয়া হয়েছে।