নিমগ্ন পাঠাগারে ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনা

নিমগ্ন পাঠাগারে ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা শহরের আনন্দধামে অবস্থিত নিমগ্ন পাঠাগারে কবি ফররুখ আহমদের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়। আসরে ফররুখ আহমদের কবিতা পাঠ করেন, ইমদাদুল হক, মোস্তাফিজুর রহমান রানা, নাদিউজ্জামান রিজভী, আল মাসুদ আব্দুল্লাহ, বেলায়েত হোসেন বিপু, সাব্বির আহমেদ, মো: সালাহউদ্দিন, শারজিল হাসান, আজমাইল আদিল, মুহাম্মদ মাহফুজ ও মো: নাছিম। কবিতা পাঠ শেষে ফররুখ আহমদের সংক্ষিপ্ত জীবনী ও তার কবিতা ও সাহিত্য বিষয়ে আলোকপাত করেন ইমদাদুল হক।
উল্লেখ্য, আজ ১০ জুন কবি ফররুখ আহমদের ১০৭তম জন্ম দিন। ১৯১৮ সালের এই দিনে তিনি ফরিদপুরের মাঝআইল গ্রামে জন্মগ্রহণ। তিনি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিত। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাক্প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে তিনি যে-কাব্যভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এ-গ্রন্থ তার এক অমর সৃষ্টি।