কাজী নজরুল ইসলাম এবং ফররুখ আহমেদ-এর জন্মদিন উপলক্ষে চিন্তাচক্রের বৈঠক
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জুন ১০, ২০২৫
147
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
১০ই জুন২০২৫, মঙ্গলবার । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ফররুখ আহমদ এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিন্তাচক্র, চুয়াডাঙ্গা'র আয়োজনে "মুসলিম রেনেসাঁয় নজরুল ও ফররুখ'এর অবদান শীর্ষক চিন্তাচক্র/বৈঠক অনুষ্ঠিত "হয়েছে।
চিন্তাচক্রে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, লিটন মাহমুদ, আবু মুসআব,আসরূপ, মুর্তজা, ইয়াজ উদ্দিন, তানজিল ,হাসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লিটন মাহমুদ। সঞ্চালক ফররুখ আহমদকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এবং মুসলিম রেনেসাঁয় নজরুল ও ফররুখ'এর অবদান বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন চিন্তাচক্র প্রধান আবুবকর সিদ্দিক।
কখনো প্রকৃতির কোলে ,কখনো নদীর তীরে,কখনো কনভেনশন সেন্টারে। এভাবে গ্রাম থেকে গ্রামান্তরে,শহর থেকে নগরে তারা তৎপর হচ্ছে এই চিন্তাচক্র নিয়ে।তাদের উদ্দেশ্য একটাই "বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণ"।