আলমডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবসে সহযাত্রার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন

দিনব্যাপী আলমডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থান ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন আঙিনা, ফুল বাগান ও প্ল্যাটফর্ম পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গতমাসের ২৭ তারিখ থেকে কাজ শুরু করে সহযাত্রা ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব পরিবেশ দিবসে স্টেশনের সমস্ত আঙিনা পরিচ্ছন্ন প্রাথমিকভাবে সম্পন্ন করা হয়। এছাড়াও যত্রতত্র ময়লা ফেলা রোধ করতে ও সকল ধরনের প্লাস্টিকজাত পন্য পরিহার করতে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়৷
ঈদে যাত্রীরা ট্রেন থেকে নেমেই অস্বাস্থ্যকর পরিবেশ দেখে যেন বিরক্ত কিংবা দুঃখবোধ না করে সেই চিন্তা থেকেই মূলত এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়৷ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনে দীর্ঘমেয়াদি ও টেকসই এই উদ্যোগে কাজ চলমান থাকবে ঈদের পরেও। আসুন আমরা সকলে মিলে একসাথে একটি পরিচ্ছন্ন আলমডাঙ্গা গড়ি।
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সহযাত্রা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক বৃন্দ মুসাব তৌহিদ,কামরুল হাসান কাজল পার্থিব হাসান, আল-ইমরান, সাদী হাসান, রাকিব মাহমুদ, সাকিব, ফিরোজ হাসান, আব্দুর রহমান, সোয়াইবা স্নিগ্ধা, অবিকা, প্রীতি সাহা সহ আরো অনেকেই।
উক্ত কার্যক্রম শেষে সকলে আলমডাঙ্গা পৌরসভা'কে পরিচ্ছন্নতার মডেল হিসেবে তৈরি করতে একতাবদ্ধ হন।(প্রেস বিজ্ঞপ্তি)