আলমডাঙ্গার দীপ্যমান ক্রীড়া ব্যক্তিত্ব মীর মহর আর নেই

সময় থেমে থাকে না, তবু কিছু প্রস্থান কালের বুকেও কাঁপন তোলে। আলমডাঙ্গা ক্রীড়াঙ্গনের উজ্জ্বল এক ক্রীড়ামোদী , প্রাক্তন পৌর মেয়র মরহুম মীর মহি উদ্দীনের সহোদর, ক্রীড়া সংগঠক, সমাজসেবক মীর মহর পাড়ি জমালেন না- ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ৪ জুন, ঠিক দুপুরের এক নিঃশব্দ ক্ষণে, হঠাৎ পড়ে গিয়ে হৃদযন্ত্রে প্রচÐ আঘাত পেয়ে প্রাণ হারান তিনি। কালের কুঠারাঘাতে থেমে যায় ৬৭ বছর বয়সী এই শ্রদ্ধেয় মানুষের প্রাণচঞ্চল গতি। বহুদিন ধরে শরীর তাকে ক্লান্ত করছিল, তবু মন ছিল অটুট সমাজ আর মানুষকে ভালোবাসার শক্তিতে পরিপূর্ণ।
মীর খোস্তার আলীর সেই আদরের নোয়া ছেলে ছিলেন তিনি মীর মহর আলী। যিনি শুধু এক নাম নন, ছিলেন এক প্রতিষ্ঠান।
আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক থেকে শুরু করে ফ্রেন্ডস ক্লাবের প্রাণপুরুষ এবং হারিয়ে যাওয়া ব্যায়ামাগারের স্মৃতিতে খোদিত হয়ে আছেন তিনি। তিনি ছিলেন প্রতিষ্ঠান দুটির সভাপতি।
তার হাত ধরেই খেলাধুলা পায় দিশা, ক্লাব পায় গতিপথ, আর প্রজন্ম পায় অনুপ্রেরণা। পাশাপাশি তিনি ছিলেন শিক্ষার পরম অনুরাগী।
আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে শিক্ষার বাতি জ্বালিয়ে গেছেন নিরলসভাবে। তাঁর সততা ছিল শুদ্ধ বাতাসের মতো, তাঁর দানশীলতা ছিল ছায়া দেওয়া বৃক্ষের মতো। ব্যবসায়িক জীবনে যেমন ন্যায়ের পথে অটল ছিলেন, সমাজসেবায়ও ছিলেন নির্লোভ এক পরোপকারী।
এই গুণী মানুষ রেখে গেছেন তাঁর ভালোবাসার পরিবার স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আর অসংখ্য শ্রদ্ধাশীল হৃদয়। রাত সাড়ে ১১টা গভীর শোক আর নিঃশব্দ অশ্রæবর্ষণে, জানাযা শেষে তাঁকে দাফন করা হয় স্থানীয় দারুস সালাম গোরস্থানে।
আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবসহ একাধিক সংগঠন তাঁর বিদায়ে গভীর শোক প্রকাশ করেছে। পরিবারের পক্ষ থেকে একমাত্র ছেলে মীর মৌসুম ও ভাতিজা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়ার আবেদন জানিয়েছে।