খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষককের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আলমডাঙ্গার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক গোলাম সিদ্দিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৩ জুন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার ইমরুল হক।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন, সহসভাপতি এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।
সাংগঠনিক সম্পাদক আবুল বাশাদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহেদ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আলমগীর কবীর, সদস্য আকলিমা খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।