১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৪, ২০২৫
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিরিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)“র আওতায় আলমডাঙ্গা পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়। ৩ জুন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবীদ রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

তিনি বলেন, কৃষকের উন্নয়নে পার্টনার প্রকল্পের মতো উদ্যোগের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক ও পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে এবং মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কীটনাশক ওষুধের সুষ্ঠু ব্যবহার, নিরাপদ ফসল উৎপাদনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্প কৃষকের মধ্যে একটি মাইলফলক হিসেবে থাকবে। তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই কংগ্রেসে কৃষকেরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পান, যা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবীদ সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক শাহারুল ইসলাম উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমানের উপস্থাপনায় উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও সেমিনারে আগত কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম আধুনিক পদ্ধতিতে সবজি ও ফল সংরক্ষণ, কৃষক সেবা কেন্দ্রের ডেমোনেস্ট্রেশন ও গ্যাপ ফিল্ড ডেমোনেস্ট্রেশন প্লটের ষ্টোল পরিদর্শন করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram