সন্তানের পিতা দাবী করার অভিযোগ মিথ্যা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন সবুজ

সন্তানের পিতা দাবী করার অভিযোগ মিথ্যা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের আব্দুল কাদের সবুজ।
তাকে ফাঁসাতে এ অভিযোগ করা করা হয়েছে দাবী করে লিখিত সংবাদ সম্মেলেন তিনি উল্লেখ করেন হারদী গ্রামের শাহ আলমের কন্যা মোছা: শাহানাজ খাতুনের একাধিক বার বিয়ে হয়েছে ।
বর্তমান স্বামী একজন প্রবাসী। তার ঘরে ৮ বছরের একটি কন্যা সন্তান আছে। গত ২৯ মে শাহানাজ খাতুন এক ক্লিনিকে সন্তান একটি প্রসব করে। সন্তান প্রসবের পরে সে ওই সন্তানের পিতা আমি বলে দাবী করেছে। আমার সাথে তার বিয়ে হয়েছে বলেও জানায়। যা মোটেও সঠিক নয়।
আমি তাকে কখনো চিনি না। তার সাথে বিয়ে করেছি বলে যে দাবী করছে তাও সঠিক নয়। তার কোন দালিলিক প্রমাণ ও সে দেখাতে পারবে না। আমাকে ফাঁসাতে উদ্দেশ্য প্রণোদিত আমার নামে মিথ্যা অভিযোগ করেছে।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক বিষয়টি তুলে ধরার জন্য অনুরোধ করেন।