১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১: আহত ৩

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১, ২০২৫
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সজিব নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুই মোটরসাইকেলে থাকা তিনজন। ৩১ মে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজিবকে মৃত ঘোষনা করে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


নিহত সজীব হোসেন(১৭) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাত গ্রামের মৃত জানবার আলীর ছেলে। আহতরা হলো আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের আরশেদ আলীর ছেলে জিয়াউর রহমান(৩৫), কাটাভাঙ্গা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মানিক মিয়া(৩০) ও ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আসিফ হোসেন(২০)।


প্রত্যক্ষদর্শিরা জানান, আসিফ ও সজীব একটি মোটরসাইকেল যোগ দ্রæতগতিতে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে জিয়া ও মানিক আসছিল। আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামের পুলের নিকট দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেল থাকা চারজন ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থায়ীয় লোকজন তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষনা করে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত সজিবের চাচা ফাকের আলী জানান, সজিবের জন্মের কয়েক বছর পর তার মা মারা যায়। পিতা মালয়েশিয়া গিয়ে কয়েক বছর আগে মারা গেছে। ছোট থেকে আমাদের নিকট সজিব বড় হয়েছে। সন্ধ্যার পর ওসমানপুর গ্রামের তার বন্ধু আসিফের সাথে আলমডাঙ্গা যাচ্ছিল। পথে মধ্যে মোটরসাইকেল দূর্ঘটনায় সে মারা যায়। এসময় তার বন্ধু আসিফসহ ৩ জন আহত হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম) জানান, শনিবার রাতে যাদবপুর গ্রামে মোড়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নেওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram