আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে কালিদাসপুর সাদাব্রিজ মোড়ে দোয়া মাহফিল শেষে, সাদাব্রিজ মোড়ে, আসাননগর নতুন ব্রিজ মোড়ে ও লালব্রিজ মোড়ে খাবার বিতরণ করা হয়।
কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলেল সাবেক সভাপতি বোরহান উদ্দিন।
ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মঈন উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুরুল ইসলাম, বাদল, মহি উদ্দিন, মিজানুর রহমান, হাসান, বজলু মেম্বার, রানা মেম্বার, মনিয়ার ডা., ডাক্তার লালু, মুক্তার, যুবদল নেতা রহিদ, স্বেচ্ছাসেবক দলেল নেতা রানা, যুবদল নেতা রাশেদ, ছাত্রদল নেতা লিটন, মিলন, আরিফুল, রাজন, ইলিয়াস, আনোয়ার, রনি, আশাদুল, শফিকুল, রোকন প্রমুখ।