আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শুক্রবার বিকেলে কালিদাসপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক টুটুল, ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক শাহাজান।
উপজেলা যুবদলের সদস্য আলা উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক মারফত আলী, সভাপতি জিল্লুর রহমান, সম্পাদক রেজাউল হক, সাবেক ইউপি সদস্য মাসুদ আলী, যুবদল নেতা হিরো, এমদাদুল, হাবিব, বাদল, লিমন, সোহেল, অনু,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ ইয়াজ আলী।