১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৮, ২০২৫
75
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৭ মে মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ ২০২৫ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পাটচাষী প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। পাটচাষী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন। আলমডাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, আলমডাঙ্গা মডেল মসজিদের ঈমান মাওলানা মাসুদ কামাল, পাট উন্নয়ন অফিসের স্টাফ আমিনুল ইসলাম, পাট চাষী রফিকুল ইসলাম, নাসির উদ্দিনসহ অর্ধশত পাটচাষী।

প্রশিক্ষণে বক্তরা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram