১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ছাদ থেকে পড়ে আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের সবুজ আলীর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৭, ২০২৫
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ঢাকায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামের সবুজ আলী নামের যুবকের মৃত্যু হয়েছে। টাইলসের কাজ সেরে রবিববার রাতে ছাদে দাঁড়িয়ে থাকাবস্থায় নীচে পড়ে যায় সবুজ। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষনা করেন। তবে সবুজের পরিবারের দাবী তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

সবুজ আলী(২০) আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

গ্রাম সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের সবুজ আলী ঈদুল ফিতরের ১৫ দিন পর কাজের সন্ধানে ঢাকায় যায়। সেখানে পর্যায়ে সে টাইলস মিস্ত্রির জোগালের কাজ শুরু করে। ২৫ মে রবিবার রাতে বসুন্ধরা এলাকার একটি বিল্ডিংয়ের তিনতলায় কাজ করছিল। রাত ১০ টায় দিকে কাজ শেষে মোবাইলে কথা বলার সময় সে নীচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে তার সঙ্গীরা দ্রæত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে তার সহযোগিদের কাছ থেকে সবুজের মারা যাওয়া সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন। সবুজের স্বজনদের দাবী মোবাইলে কথা বলার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেবার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখার দাবী জানিয়েছে পরিবারটি।

সবুজের এই অকাল মৃত্যুতে তার মা-বাবারসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে ঢাকায় লাশের ময়না তদন্ত শেষে রাতে নওদাবন্ডবিল গ্রামের আনা হবে বলে পারিবারিক সুত্রে জানানো হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram