আলমডাঙ্গায় ১৮ পিস ইয়াবাসহ হারদী গ্রামের বকুল কুমার দাস ও জুয়েল রানা গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারদী গ্রামের শেখপাড়ার বকুল কুমার দাস ও জুয়েল রানাকে গ্রেফতার করেছে। ২৫ মে রবিবার দিনগত রাতে তাদেরকে হারদী গ্রামের বেগম নামের এক নারীর আম বাগানের সামনে থেকে ইয়াবাসহ গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার হারদী গ্রামের শেখপাড়ার শ্রী বিকাশ কুমার দাসের ছেলে বকুল কুমার দাস(২০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা(২৫) দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রয় করে আসছে। তারা নিজেরা বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করে বলে অভিযোগ রয়েছে।
রবিবার দিনগত রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম)“র নেতৃত্বে এসআই মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।