আলমডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৫ মে রবিবার সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস থকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রালিটি শহর প্রদক্ষিণ শেষে ফিতা কেটে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
উদ্বোধন কালে তিনি বলেন, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও ভূমি মালিকদের হয়রানী এড়ানোর জন্য ভূমি সংক্রান্ত কোন জটিলতা থাকলে তাঁর নিকট যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।
উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গার সরকারি কলেজের প্রভাষক ড. মহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভূমি সেবা গ্রহিতা পৌর সভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, দুলু, পৌর ভূমি সহকারি কর্মকর্তা রেজাউল হক, ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা মিজানুর রহমান, মিনারুল ইসলাম, ইসা খান, তোয়াক্কেল হোসেন, শাহাবুদ্দিন, খাইরুল ইসলাম, মোল্লা মতিয়ার রহমান, ইসমাঈল হোসেন, আমজাদ হোসেন, আতিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারি ফজলে রাব্বী, নামজারি সহকারি মাসুদ পারভেজ, সার্ভেয়ার, মাজেদুল ইসলাম, সার্টিফিকেট সহকারি আফরোজা সুলতানাসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ও সেবা গ্রহিতাবৃন্দ।